দেবহাটা ব্যুরো : দেবহাটা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা কনফারেন্স রুমে দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার এস আই আদনান বীন আজাদ, বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পারুলিয়া ইউ পি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকতা সঞ্চয় মন্ডল, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাধবী মন্ডল, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা ও টাউনশ্রীপুর বিজিবির কোম্পানি কমান্ডার প্রমুখ। সভায় মাদক প্রতিরোধ, বিভিন্ন এলাকায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান চলমান থাকবে, চোরাচালান রোধে অভিযান অব্যহত রাখা, সাথে সাথে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।