সভাপতি সেলিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী
শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ (সদর) প্রতিনিধি : শুক্রবার বেলা এগারোটায় উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের তৃতীয় দ্বি-বার্ষিক শাখা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার বেলা এগারোটায় কালিগঞ্জ প্রেসক্লাবে উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বােধক ছিলেন কবি ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন, সুশীলনের পরিচালক আক্তারুজ্জামান পল্টু। উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, নাট্য সম্পাদক শেখ মনিরুল ইসলাম। বেলা এগারোটায় উদীচী কালিগঞ্জের সহ সভাপতি সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রথমে শহিদ মিনারে ফুল দিয়ে ৫২, ৭১, ৯০ ও ২০২৪ এর জুলাই আগস্টে দেশের জন্য যাঁরা আত্মদান করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় সঙ্গীত ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় স্গংীত পরিবেশন করা হয়। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
সাতক্ষীরা জেলা সংসদের সহ সভাপতি আনিসুর রহিম ও নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম ও কালিগঞ্জ শাখা সংদের সহ সভাপতি আশেক মেহেদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এরপর বক্তব্য রাখেন উদীচী কালিগঞ্জ শাখা সংসদের উপদেষ্টা ও সম্মেলনের উদ্বোধক গাজী আজিজুর রহমান, সুশিলনের পরিচালক আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন, উদীচী সাতক্ষীরার নাট্য সম্পাদক মনিরুল ইসলাম, উদীচী কালিগঞ্জের সহ সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে শাখা সংসদের নতুন কমিটি ঘোষনা করা হয়। সেলিম শাহরিয়ারকে সভাপতি ও শান্তি গোপাল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শাখা সংসদের কমিটি ঘোষণা করলে উপস্থিত সদস্যরা স্বতস্ফুর্ত সমর্থন জানান। শাখা সংসদের বাকিরা হলেন সহ সভাপতি সুকুমার দাশ বাচ্চু, সুব্রত বৈদ্য, ইলা দেবী মল্লিক, কানন বালা কর্মকার। সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, ইশারাত আলি। কোষাধ্যক্ষ শেখ বদরুজ্জামান বাবুল। সম্পাদকমন্ডলীরা হলেন-শেখ গোলাম আয়ুব জুলু,কনিকা হালদার, বিশ্বজিৎ সরদার, ও কল্পনা কর্মকার। নির্বাহী সদস্য তাপস ঘোষ, আহমাদুল্লাহ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, সৈয়দ মোমেন, নয়ন কুমার দাস, মনোয়ারা পারভীন, আশা মনি ও কো-অপ্ট সদস্য শম্পা গোস্বামী।