সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বিএনপির সমাবেশ কে ঘিরে নাশকতার অভিযোগে তালায় দুই ইউপি চেয়ারম্যান আটক

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ৫, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ কে ঘিরে জনসমাগমসহ মিছিল মিটিংয়ের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে ইউনিয়ন পরিষদের নিজ নিজ কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ধানদিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জাহাঙ্গীন হোসেন ও ইসলামকাটি ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। ধানদিয়া ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশনা করার শর্তে জানান, জাহাঙ্গীর হোসেন পরিষদে কর্মরত ছিলেন। দুপুর একটার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়।

অপরদিকে ইসলামকাটি ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যান গোলাম ফারুক পরিষদে বসে মিটিং করছিলেন। এসময় সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ কে ঘিরে জেলার বিভিন্ন স্থানে মিছিল মিটিংসহ নাশকতার পরিকল্পনা করে আসছিল ওই দুই ইউপি চেয়ারম্যান। যে কারনে তাদেরকে আটক করা হয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত