শহর প্রতিনিধি : আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জনাব কাজী আরিফুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবদুল্লাহ আল আমিন,সাবেক ফিফা রেফারি মোঃ তৈয়েব হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ইঘঈঈ অফিসার মোঃ ছানোয়ার হোসেন, সাতক্ষীরা পুলিশ লাইনের আর আই আব্দুল হক হাওলাদার, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, সার্কেল অ্যাডজুট্যেস্ট মোঃ সিয়াজান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বর্ণমালা একাডেমির সভাপতি শামীমা পারভীন রতœা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শিমুল রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। প্রস্তুতিমূলক সভা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।