দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে (সোমবার) ১৩ই জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা মুক্ত মঞ্চে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেলার শুভ উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ ও দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্চয় মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা নারী বিষায়ক কর্মকর্তা নাসরিন নাহার, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মতর্কা আশালতা খাতুন, সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র -ছাত্রীরা।