শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে গত ১৯ জানুয়ারি বিকালে অবৈধ স্থাপনা উৎচ্ছেদ অভিযানের অংশ হিসেবে। শ্যামনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত সেনাবাহিনীর উপস্থিতিতে এস্কেভেটর মেশিন দিয়ে ৩ টি আধাপাকা দোকান গুঁড়িয়ে দেন। দোকান ৩ টি যথাক্রমে- আব্দুল্লাহ কাগজী, ওবায়দুল্লাহ কাগজি এবং ফরমানের। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ দখলদার মুক্ত করে সরকারি জায়গা উদ্ধার করা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে আব্দুল্লাহ ও ওবায়দুল্লাহ কাগজি জানান, আমরা সাতক্ষীরা-৪ আসনের জামাত দলীয় প্রাক্তন সাংসদ গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল্ ওয়াহেদ এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১-এর সুপারিশসহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা বরাবার উক্ত জায়গা বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু, আমাদেরকে পর্যাপ্ত সময় এবং নোটিশ না দিয়ে উচ্ছেদ করা হয়েছে।