নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাতী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে’র ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মৎসজীবী দলের বর্ণাঢ্য র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে রবিবার বিকাল সাড়ে টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে একটি র্যালী শুরু করে খুলনা রোড মোড় প্রদক্ষিণ করে জেলা মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ে র্যালী শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো: মাহমুদুল হকের সভাপতিত্বে ও পৌর মৎস্যজীবী দলের সভাপতি ফজলুর রহমান মিঠুর সঞ্চালনায় জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ শহীদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎসজীবী দল সাতক্ষীরা জেলা শাখা যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা যুবদল নেতা এ্যাড শেখ শাহরিয়ার হাসীব, জেলা জাসাস যুগ্ম আহবায়ক মো: রবিউল ইসলাম, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মোড়ল। এছাড়া মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মরা উপস্থিত ছিলেন।