বিশেষ প্রতিনিধি : সম্প্রতি ৩ বনদস্যু আটকের খবর শুনে সুন্দরবন সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের জেলে বাউয়ালীদের মধ্যে বইছে খুশির জোয়ার। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, গাবুরা, পদ্মপুকুরের সুন্দরবন উপকূলবর্তী গ্রামে জেলে বাউয়ালীদের মুখে এখন প্রধান আলোচনা ৩ বনদস্যু আটক।
বনদস্যু আতংকে গরীব ও অসহায় জেলেরা সুন্দরবনে প্রবেশ করতে পারছিলনা কারণ, বনদস্যুর হাতে ধরা পড়লে ৩০-৪০ হাজার টাকা দমুক্তিপণ দিতে হবে এত টাকা তারা কোথায় পাবে। হরিনগর, ভেটখালী, সুন্দরবন, টেংরাখালী, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালীনী, গাবুরা, পদ্মপুকুর ও নওয়াবেঁকী বাজারের চায়ের দোকানের সাধারণ মানুষের মুখে একটাই আলোচনা বনদস্যু আটক।
এছাড়া উপজেলার ভিন্ন ইউনিয়নের জেলেপল্লীতে বইয়ে খুশির জোয়ার। ২০১৮ সালে সুন্দরবন বনদস্যু মুক্ত ঘোষনা করে প্রশাসন। জেলে বাউয়ালীদের সরকার ও প্রশাসনের নিকট একটাই দানি বনদস্যু মুক্ত সুন্দরবন।