অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ও সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ এর ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আকবর আলী।
আরো বক্তব্যে রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাতক্ষীরা জেলা কমিটি ছাত্র আন্দোলনের সহ-সংগঠক রায়হান কাবির, সাতক্ষীরা জেলা ছাত্র আন্দোলন কমিটির সদস্য ইমরান বাশার, দেবহাটা ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, ভাতশালা, টাউন শ্রীপুর ও শাঁখরার কোম্পানি কমন্ডার নায়েব সুবেদার বশির আহমেদ, দেবহাটা নায়েব সুবেদার ইমান আলী, মহিলা বিষয় কর্মকর্তা নাসরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।
সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, আপনাদের বক্তব্যের মধ্যে যা কিছু বলেছেন, সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, প্রকৃত ভূমিহীন যারা তাদেরই খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে, আজ থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি ক্লাস থাকে তাহলে সকাল ৭ টা থেকে বিকাল ৫ টার মধ্যে কোন প্রকার কোচিং করা চলবে না। গ্রামাঞ্চলের রাস্তা গুলোতে ড্রামট্রাক চলাচল বন্ধ করা হবে, আজ থেকে গ্রামাঞ্চলের চায়ের দোকান গুলোতে রাত ১০ টার পর থেকে ক্রামবোর্ড, তাস, লুডু ও দাবা খেলা করা যাবে না।