দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সন্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলারদের সমর্থনের মাধ্যমে মাসুম বিল্লাহকে সভাপতি, প্রভাষক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, রাজিব হোসেন রাজুকে সাংগঠনিক সম্পাদক ও আব্দুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি করে আংশিক কমিটি গঠন করা হয়।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় হাদিপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ সভাপতিত্বে সন্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে মোকলেছুর রহমান মুকুল, আলহাজ্ব জাকির হোসেন, হাসান সরাফি, প্রভাষক কামাল হোসেন, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, সাতক্ষীরা জেলা তরুণ দলের সাধারণত সম্পাদক তাসকিন আহমেদ শাওন, কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক তুহিন হোসেন, ছাত্র নেতা রাফিজুর রহমান ও মুসফিকুর রহমান সহ নোয়াপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কাউন্সিলাররা ও বিএনপির সহেেযাগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ৩০/০১/২৫ তারিখে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজির হাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সন্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা রক্ষায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা বলে উক্ত এলাকায় সভা / সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। সে কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পরিবর্তে একই ইউনিয়নে হাদিপুর বাজারে সন্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করে।