শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মনজুরুল সভাপতি, খোরশেদ সম্পাদক

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মনজুরুল হুদা সভাপতি, এড. খোরশেদ আলম সাধারণ সম্পাদক ও মোঃ মোজাহিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আহবায়ক মনজুরুল হুদা। উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ।

বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের আহবায়ক শওকত হোসেন, সদর ইউনিয়ন সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, কাদাকাটি সভাপতি তুহিন উল্লাহ তুহিন, বড়দল সভাপতি আজহারুল ইসলাম মন্টু, মেম্বার আঃ হান্নান প্রমুখ। নির্বাচন কমিশনার সাদিক আনোয়ার ছট্টু ও আব্দুল আলিমের উপস্থিতিতে অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রধান শেখ আঃ রশিদ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে জানাযায়, ৪৯০ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ২টি ভোট বাতিল হয়। সভাপতি পদে মনজুরুল হুদা ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসলাম পারভেজ ৭৮ ভোট ও নজরুল ইসলাম ৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এড. খোরশেদ আলম ২০৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ১৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোজাহিদ ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী আঃ গফফার ১২০ ভোট ও বাবুল রেজা পেয়েছেন ২৫ ভোট। এদিকে বিএনপির একটি অংশের পক্ষ থেকে অবৈধ কমিটির মাধ্যমে এবং দলীয় সিদ্ধান্তকে অবজ্ঞা করে ত্রিবার্ষিক সম্মেলন বাতিল ও সঠিক পন্থায় কাউন্সিল অধিবেশনের দাবী জানানন হয়েছে। উপজেলা যুব দলের আহবায়ক ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আঃ ওহাব, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোরশেদুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম ও সাবেক মেম্বার শহিদুল ইসলাম বাবু কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে এক সমাবেশে সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠিত হলে ২৭ জন কমিটি থেকে পদত্যাগ করেন। তারপরও সেই কমিটির ৪ সদস্য নিয়ে ১৬ জানুয়ারী খুলনা বিভাগীয় টিমের সিদ্ধান্ত প্রতিপালন না করে অবৈধ পন্থায় সম্মেলন করা হচ্ছে। ত্যাগী, হামরা-মামলার শিকার ও জেলখাটাদের বাদ রেখে আওয়ামীলীগের লোক নিয়ে অবৈধ সম্মেলন আমরা মানিনা। তারা স্থগিত করে গণতান্ত্রিক পন্থায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন ও পুনরায় ইউনিয়ন সম্মেলনের ব্যবস্থা নিতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় উন্নয়ন সংস্থা ছওয়াবের মতবিনিময় সভা

রসুলপুর মাধ্য. বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নুনগোলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন

জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরার জোড়দিয়া গ্রামে উন্মুক্ত বৈঠক

উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকীতে সেমিনার

খাজরায় নারী জীবিকায়ন দলের সদস্যদের সরকারি অনুদান প্রদান

অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান

শ্যামনগরে এলজিডি প্রকল্পের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণ ও শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণে কর্মশালা

কুল্যায় ফ্রি মেডিকেল ক্যাম্প