তৌহিদুর রহমান : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) এ প্রতি বছরের ন্যায় এ বছরও ভবনের নিচে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উক্ত পুজায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অভিভাবকবৃন্দ।
পুজার পুরহিত ছিল গোপালি চক্রবর্তী। পূজা শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরন করেন। এ ছাড়া মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভন্ন গ্রামে পুজামন্ডপ ও পারিবারিক ভাবেও শ্রী শ্রী সরস্বতী পুজা উদযাপন করে সনাতদন ধর্মম্বলীরা। পুজায় তারা বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করেন।