নিজস্ব প্রতিবেদক : হাসপাতালের শুভাকাঙ্খী ও অংশীজনদের নিয়ে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ঢাকার কমিউনিটি হাসপাতাল বিভাগের ইনচার্জ মো. জাকির হোসেন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের আয়োজনে শহরের সিক্রেট ফুড রেস্টুরেন্টে হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মাদ মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাদেক, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক শেখ নুরুল হুদা, মো. মাহবুবুল আলম, সাবেক সিভিল সার্জন ডাঃ এস জেড আতিক, বেসরকারি ক্লিনিন,হাসপাতালে ও অনার্স ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা । এসময় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সকল পর্যায়ের শেয়ার হোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।