আশাশুনি ব্যুরো : আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আশাশুনি সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শোভনালী ক্রিকেট একাদশ আশাশুনি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উদ্বোধন করেন উপজেলা পশ্চিম শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী মোমিনুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পশ্চিম শাখা সভাপতি ইয়াছিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন সভাপতি জাকির হোসেন,শোভনালী ইউনিয়ন সভাপতি ফরিদুজ্জামান প্রমুখ। খেলা পরিচালনা করেন রেদওয়ান হোসেন।