নিজস্ব প্রতিনিধি : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার সকাল ১১টায় সাতক্ষীরায় ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ-এসিজি কর্তৃক কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা’’ অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয়, যেমন-অবকাঠামোগত সমস্যা (বিদ্যালয় ভবন, শ্রেণিকক্ষ, খেলার মাঠ ইত্যাদি); খালের উপর ব্রীজ নির্মাণ; শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের কুফল; বিদ্যালয় ও খেলার মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা; নতুন শিক্ষার্থী ভর্তি; শিক্ষার গুনগত মান উন্নয়ন; প্রতিবন্ধী ও জেন্ডার বান্ধব অবকাঠামো (র্যাম্প, ওয়াশব্লক ও নারী ও পুরুষ ্আলাদা টয়লেট) ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লহরী মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরা শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্মআহ্বায়ক ড. দিলারা বেগম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি’র সমন্বয়ক এস এম হুমায়ূন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রীমা নাসরিন, এসিজি সহসম্বয়ক আনিকা ফেরদৌসী এবং টিআইবি’র সদ্য নিয়োগ প্রাপ্ত এরিয়া কো-অর্ডিনেটর-সিই আল-আমিন।
সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এসিজি’র সদস্যবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন সনাক এর ইয়েস সদস্য ও ইন্টার্নবৃন্দ।