জামসেদ আলম, সখিপুর প্রতিনিধি : দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাদল গাজী (৮৪)আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেবহাটা থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান শেষে মরহুমকে তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় মরহুম বাদল শেষ নিশ্বাস করেন।
তিনি জীবনের সীমাহীন ঝুঁকি নিয়ে ৭১ এর স্বাধীনতার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছিলেন। ১০ ফেব্রুয়ারী সকাল এগারোটায় তার নিজস্ব বাসভবনে জানাযায় গার্ড অব অনার প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও দেবহাটা থানার এস আই লিয়ন সহ থানা পুলিশের একটি চৌকস দল। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ জামসেদ আলম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সামছুর রহমান, আমির আলী ও রুহুল কুদ্দুছ প্রমুখ।