দেবহাটা ব্যুরো : দেবহাটায় ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের ওহেদ গাজীর ছেলে মোনাজাত হোসেন।
তিনি পেশায় ছিলেন একজন চা বিক্রেতা কিন্তু আজ থেকে প্রায় ৬-৭ মাস আগে তার মাথায় ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। গরীব অসহায় মোনাজাত সাথে সাথে ডাক্তার দেখানোর জন্য ছুটে চলে যান ঢাকার ক্যান্সার হাসপাতালে, তবে সেখানে নিজের সকল জমানো টাকা ব্যয় করে চিকিৎসা করেন কিন্তু রোগের কোন উন্নতি হয়নি।
এখন ডাক্তারেরা বলেছে প্রতি মাসে ক্যামো দিতে হবে ও প্রয়োজনীয় ঔষধ সেবন করতে হবে। গরীব অসহায় মোনাজাতের খরচ করার মত আর কোন টাকা নেই, তাই সমাজের সকল হৃদয়বান ব্যাক্তিদের কাছে আকুল আবেদন তার শুধু মাত্র বেঁচে থাকার চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন। তার মোবাইল নাম্বার +৮৮০১৭৫৯৮৪০৩৯৮।