আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর নেতৃত্বে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে আইনজীবীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এ্যাড. ওসমান গণি, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুছ আলী, সিনিয়র আইনজীবী এ্যাড. আজহারুল ইসলাম, এ্যাড. আমিনুর রহমান চঞ্চল, এ্যাড. সাঈদুজ্জামান জিকো, এ্যাড. শাহেদুজ্জামান শাহেদ প্রমুখ। এসময় সিনিয়র আইনজীবীরা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্নের লক্ষে জেলা পুলিশ সুপার’র সাথে পরামর্শমূলক মতবিনিময় করেন।