নাজমুল হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সদও উপজেলার ঝাউডাঙ্গা কলেজ হল রুমে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা মাদ্রাসার সহকারী অধ্যাপক, মোঃ ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন নাহার। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শিক্ষার্থী প্রতিনিধি হসেবে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহনাজ পারভেজ শিমু।
অনুষ্ঠানে শোষণ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্য বিবাহ প্রতিরোধ, মানব প্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিত করণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের উদ্বুদ্ধ করণ অনুষ্ঠান বৈষম্যহীন ও তারুণ্য নির্ভও বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।