সকাল রিপোর্ট : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে বৈরী আবহাওয়ার মধ্যে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ ২০২৫। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রশাসন সহ বিভিন্ন শ্রেণিপেপার সাধারণ মানুষরা উপস্থিত হন।
ফুলে ফুলে ভরে যায় শহিদ বেদি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ও শ্রমিক সংগঠন শোক র্যালি নিয়ে স্লোগান দিতে দিতে উপস্থিত হন শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি।
চলতে থাকে দেশাত্মবোধক গান ও আবৃত্তি। রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, স্থানীয় সরকারের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণপদ পাল, সদও উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথমেই নিয়মানুযায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
এরপর একে একে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধ স.ম শহিদুল ইসলাম শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামান।
এর পরেই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আনন্দলন সাতক্ষীরা, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক পত্রদূত, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক যুগেরবার্তা, দৈনিক কাফেলা, অনলাইন নিউজ পোর্টাল দ্যা এডিটস্, ভয়েস অব সাতক্ষীরা, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, সাতক্ষীরা পৌরসভা, এলজিইডি সাতক্ষীরা, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষ কেন্দ্র (টিটিস), সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নবজীবন ইনস্টিটিউট, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি, সাতক্ষীরা জেলা স্কাউটস্, সাতক্ষীরা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি সাতক্ষীরা, সাতক্ষীরা ল কলেজ, জেলা পরিষদ সাতক্ষীরা, সদর উপজেলা পরিষদ, জেলা নাগরিক অধিকার পরিষদ, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা, জেলা পরিসংখ্যান অফিস, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের নাগরিকেরা ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম ও জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান।