রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় সুর ও ছন্দের আবেশে শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও মিলনমেলা

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ

শহর প্রতিনিধি : সুর, ছন্দ, আবৃত্তি, অভিনয় আর আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও শিক্ষক মিলনমেলা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে অনুষ্ঠিত মিলনমেলায় শিক্ষকরা সুখের দুখের কথা বলে প্রাণ জুড়িয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার অর্ধ শতাধিক স্কুলের শিক্ষকরা এ মিলনমেলায় অংশ নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত হাসি আর আনন্দে মুখর হয়ে ওঠে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের সবুজ চত্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শোয়াইব আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্যাহ, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নারায়ণ চন্দ্র মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সম্পাদক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম (শামীম)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল্যা ও জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোর্তজা আহসান এবং পবিত্র গীতা পাঠ করেন মাখন লাল বিশ্বাস। বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মযে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, মোঃ লিয়াকত আলী, মোঃ এমাদুল ইসলাম, মোঃ আব্দুল খালেক ও মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. তৈবুর রহমান ও শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জহরুল ইসলাম ও এএসএম আব্দুল করিম সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ শাহিনুর ইসলাম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ হাসান ও মহিলা সম্পাদক অর্চনা বালা রায়, সদস্য যথাক্রমে মাখন লাল বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, রাখাল চন্দ্র দাশ, আর এস এম মুফাখখারুল ইসলাম, আবু সাঈদ, মোঃ আলমগীর হোসেন, মোঃ রাশেদ আলী, জিয়াউর রহমান, মোঃ নাসির উদ্দীন, মোঃ আলামিন, মূর্তাযা আহাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রমেশ চন্দ্র ঘোষ ও উত্তম কুমার পালসহ জেলার ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। আলোচনা সভায় বক্তারা শিক্ষায় সকল বৈষম্য বিলোপ করে শিক্ষকদের ন্যায্য দাবি ও প্রাপ্য পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

যশোরে শিশু আয়াতের ‘মুখে ভাত’ অনুষ্ঠানের দাওয়াতিরা অংশ নিল তার জানাজায়

নলতা আহছানিয়া মিশনের ৯০ তম বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চম বার্ষিক সম্মেলন

দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে কালিগঞ্জে গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব

সখিপুর কলেজ মাঠে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার চেক বিতরণ

বারসিক এর উদ্যোগে বনায়ন কর্মসূচি

উত্তর কাটিয়ায় আরসিসি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

কালিগঞ্জে আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি