বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ত্রিশের তরুণ তরুণী ইটালি থেকে এসে বাংলাদেশকে ভালবেসে নিঃস্বার্থ মানবসেবায় কাটালেন অর্ধশত বছর

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : পঞ্চাশ বছর আগে ইটালিয়ান দুই নারী পুরুষ এসেছিলেন ধর্মপ্রচারে পরে বাংলাদেশের মানুষের প্রেমে পড়ে নেমে গেলেন মানবতার কাজে। আট সহস্রাধিক কিলোমিটার পথ পাড়ি দিয়ে অর্ধশত বছর আগে বাংলাদেশে এসেছিলেন ইটালিয়ান তরতাজা ত্রিশের তারুণ্য। একজনের নাম ভিনসেনজো ফালকনে আরেক জন গ্রাজিয়েল্লা মেলানো লাওরা।

২০২৫ এর ফেব্রুয়ারি শেষ সপ্তাহে তাই তাদের দুইজনের বাংলাদেশে আগমনের গোল্ডেন জুবলি উদযাপন করা হয়েছে। সাতক্ষীরার সদর তালা উপজেলা সীমান্তের গোপিনাথপুরের ঋশিল্পীপল্লী দুই মহৎপ্রাণকে বরণে (গতকাল মঙ্গলবার) থেকে সেজেছে অন্যরুপে। তাদের প্রতিষ্ঠিত অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঋশিল্পী মাধ্যমিক বিদ্যালয় সেজেছিল সাত রঙে। পঞ্চাশের ভালবাসায় তাদের প্রতিষ্ঠিত প্রতিবন্ধী আশ্রমে ছিল আকর্ষনীয় খাদ্য খাবারের পরিবেশনা।

সেখান শিশুদের অনেককে তারা এনেছেন রাস্তা থেকে। কিন্তু শিশুরা প্রত্যেকে এই দম্পতির সন্তানের নাতি নাতনির মর্যাদায়। তাদের এনজো ও লাওরা তাদের দাদু ও দাদি। আর হাজার হাজার নারী ও পুরুষের কর্মসংস্থান সৃষ্টিকারীদের কাছে তারা দুইজন বাবা ও মা। ইটালিয়ান নারী ও পুরুষ বাংলাদেশ না অনেকটা পৃথিবীর কাছে অন্যরকম দৃষ্টান্ত হয়ে বাংলাদেশের সবুজ প্রকৃতির সাথে মিশে গিয়েছেন। দুঃখ ও কষ্টে থাকা বিবর্ণ মানুষের কাছে থেকেছেন রঙিন অভিভাবক হয়ে।

বাংলাদেশের এই ভালবাসা তাদেরকে ইটালির সুখী জীবনকে ভুলিয়ে দিয়ে দায়বোধ বাড়িয়ে নির্মাণ করেছেন খাটি বাঙালী রুপে। তাইতো ইটালির সম্ভ্রান্ত দুই পরিবারের ছেলে ভিনসেনজো ফালকনে আরেক সম্ভান্ত পরিবারের মেয়ে গ্রাজিয়েল্লা মেলানো লাওরাকে সাতক্ষীরা জেলা প্রশাসন দিয়েছেন সম্মানসূচক নাগরিক।

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির বলেন, যারা মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে তারা অবশ্যই মহান। ভিনসেনজো ফালকনে ও গ্রাজিয়েল্লা মেলানো লাওরা দুই বন্ধু কিন্তু মানবতায় নিবেদিত একপ্রাণ ও এক অসাধারণ দম্পতি। তাদের নাগরিকত্ব প্রদান বাংলাদেশকে নয় মানবতাকে সম্মানিত করেছে। তাদের পঞ্চাশ বছর বাংলাদেশের একজন নাগরিক হিসেবে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

এই পঞ্চাশ বছর উদযাপন দেখতে তাই ইটালি থেকে বাংলাদেশের দক্ষিণ জনপদের শেষ জেলা সাতক্ষীরায় এসেছেন মনিকা টুসি, লেল্লা, লিসিয়ানা, লুকা, লুইসা, আদা ও নাজারিও।

একঝাঁক এই নাগরিকদের মধ্যে লিসিয়ানার সাথে কথা বললে, তিনি জানান, এনসো লাওরারা পৃথিবীতে বিরল। সাধারণত আরাম আয়েশের জীবন ছেড়ে কেউ এরকম অনুন্নত দরিদ্র মানুষের মাঝে মিশে যাওয়া এবং সেই দেশের নাগরিক হয়ে জীবন কাটিয়ে দেয়া দুঃসাধ্য সাধনের মতো। পঞ্চাশ বছর উদযাপনের অনুষ্ঠানে ছিল কে কাটা, আলোচনা, নাচ, গানে ভরপুর সাংস্কৃতিক এক রঙিন উৎসব।

ঋশিল্পীর হাসপাতালে সেবা নেয়া দরিদ্র সাধারণ মানুষদের উৎফুল্লতা এনসোকে আবেগে ভাসিয়ে দেয়। আশি উর্ধ্ব এই ব্যক্তি ভেঙে পড়েন কান্নায়। বিরত থাকেন বক্তৃতা দেয়া থেকে। তিনি এমনিতে কখনও মিডিয়াতে আসেন না। তারপর তার সেবা নিয়ে তিনি কোন প্রচারেও জড়ান না।

সহকারি অধ্যাপক হেদায়েতুল ইসলাম বলেন, আশি উর্ধ্ব এই ব্যাক্তিদ্বয় সাতক্ষীরার লাখ লাখ মানুষের সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের সবথেকে বড় যত কাজ আছে তার মধ্যে অন্যতম শিক্ষার প্রসার, দেশের উপকূলীয় এই জেলার মানুষের সুপেয় পানির সমস্যা মেটাতে লাখ লাখ মানুষকে বিনামুল্যে দিচ্ছেন সুপেয় পানি। আমরা তার বাংলাদেশের মানুষের সেবার পঞ্চাশ বছরকে স্মরণ করি কৃতজ্ঞ চিত্তে।

 

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

পাটকেলঘাটায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জন গ্রেফতার

তারুণ্যের উৎসব’২৫ শ্যুটিং প্রতিযোগিতায় ফাহিমউদ্দিন আহম্মেদ’র রৌপ্য পদক অর্জন

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বড়দলে রেমালে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে চাউল বিতরণ

৫ সাংবাদিকের নামে মিথ্যা মামলা : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র নিন্দা

হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার এসএসসি দাখিল পরীক্ষার্থীদের বিদায়

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ’র বাংলা ১৪৩০ বর্ষবরণ উদযাপন

সরকারের উন্নয়নের বার্তা নিয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

৬নং ওয়ার্ডের কুখরালী সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দেবহাটার কুলিয়া ব্রিজ থেকে ১৪ টি ছাগল সহ ৪ চোর আটক