শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরের গাবুরায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১২নং গাবুরা ইউনিয়নে ১০০ পরিবারে পবিত্র মাহে রমজানের ইফতার বিতরণ করা হয়েছে। সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম।
এছাড়া উপস্থিত ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, স্কুল শিক্ষকবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাফেজ আহসান উল্যাহ। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমসমূহ তুলে ধরেন। বক্তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে গাবুরা ইউনিয়নে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উত্তারোত্তর সাফল্য কামনা করেন। আগামীতে তাদের কার্যক্রম এই এলাকায় পরিচালনা জন্য অনুরোধ করেন এবং সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। উপকারভোগী ব্যক্তি রোজায় তাদের কল্যাণ সাধিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সংশ্লিষ্ট সকলের জন্য মন খুলে দোয়া করেন।