শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ঈক্ষণের প্রকাশনা, সম্মাননা প্রদান ও একক বক্তৃতা অনুষ্ঠিত

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ৯, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

শেখ সিদ্দিকুর রহমান : বাংলাদেশ থেকে বাঙালির পত্রিকা হয়ে উঠেছে ঈক্ষণ। ঈক্ষণ সাহিত্য-সাময়িকী ও অনলাইন ঈক্ষণ এখন বিশ্বের নানা দেশে বাঙালি লেখক এবং পাঠকের সাহিত্য চর্চার ক্ষেত্র। প্রধান অতিথি বলেন, ঈক্ষণ কর্তৃপক্ষ সাহিত্য- সংস্কৃতিচর্চার পাশাপাশি তাদের লিটল ম্যাগাজিন নিয়ে বিদেশেও যাচ্ছেন। একটা পত্রিকা দেশের এই প্রান্তিক দূরবর্তী জেলা থেকে সাড়ে তিন দশক ধরে প্রকাশ হয়ে চলেছে, এ কথা ভাবতেও ভাল লাগে।

পত্রিকাতে জায়গা করে নিয়েছেন দু’বাংলা ছাড়াও ইউরোপের বাঙালি খ্যাতিমান লেখকেরা। এ রকম সৃজনশীল কাজের সাথে আমরা যুক্ত থাকতে পেরে আনন্দিত। অভিনন্দন জানাই এ সংগঠনের সাথে স¤পৃক্ত সকলকে। জানতে পারলাম ৪০ বছর আগে এ সংগঠনটি প্রতিষ্ঠা করে ছিলেন কবি পলটু বাসার। আমি তাঁকে অভিনন্দন জানাই। সংগঠনটির প্রতিষ্ঠাতা পলটু বাসারের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যা ৬ টায় ম্যানগ্রোভ সভাঘর, সাতক্ষীরাতে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ আয়োজিত সাহিত্য পত্রিকা ঈক্ষণ এর ৩৫ বর্ষ ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন, ঈক্ষণ সম্মাননা প্রদান ও একক বক্তৃতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ বলেন, আহমদ ছফাকে তুলে ধরেছেন। আপনারা আরো দীর্ঘক্ষন আলোচনা করতে চাইছেন, এটাও একটা ভাল দিক। জ্ঞানী মানুষদের নিয়ে এরকম আলোচনা অব্যহত থাকুক।

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের এ অনুষ্ঠানে পত্রিকা প্রকাশনা, সম্মাননা প্রদান, একক বক্তৃতার আয়োজন করা হয়। ঈক্ষণ সম্মাননা দেয়া হয় সাতক্ষীরার বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদকে। একক বক্তৃতা করেন শুভ্র আহমেদ। বাংলাদেশ তথা বাংলা ভাষার অন্যতম প্রধান দেশ প্রেমিক সাহিত্যিক-বুদ্ধিজীবী আহমদ ছফার চিন্তারাজ্য নিয়ে তিনি বক্তৃতা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাবন্ধিক কবীর রায়হান, কবি মোঃ শহীদুর রহমান, সাংস্কৃতিক সংগঠক হেনরীসরদার, কন্ঠশিল্পী নাজমুল হাসান, কবি- স¤পাদক সৌহার্দ সিরাজ, শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক আশুতোষ সরকার প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবৃত্তি শিল্পী সারাবান তহুরা করবী ও পিএস ইশরাত জাহান ইমা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর