শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মুকুলের মৌ মৌ গন্ধে ভরা পাটকেলঘাটার আমের বাগান গুলি

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ

খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটায় প্রত্যন্ত অঞ্চলের আম গাছগুলোতে মুকুলে ভরে যেতে শুরু করেছে। নানা ফুলের সাথে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মৌমাছির দল গুন গুন শব্দে, মনের আনন্দে আহরণ করে মধু। মৌমাছির এ গুন গুন সুরও কেড়ে নেয় অনেক প্রকৃতি প্রেমীর মন। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। এখন থেকেই গাছে মুকুল দেখা দিতে শুরু করেছে।

এখন সময়ের ব্যবধানে তা আরো বাড়ছে। এ বছর গাছে মুকুলের পরিমাণ বেশি। আমচাষী এবং সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার আমের বাম্পার ফলনের আশা করছেন। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বক্তব্য, প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। আর এ কারণেই আশায় বুক বেধে আম চাষিরা শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাটকেলঘাটা থানাসহ উপজেলার প্রায় সব এলাকাতেই রয়েছে আমবাগান।

লাভজনক হওয়ায় প্রতি বছরই আম বাগানের সংখ্যা বাড়ছে। তবে গড়ে ওঠা নতুন আম বাগানগুলোর প্রায়ই বনেদি জাতের। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দ ভোগ, লতা, বোম্বায় লতা, ফজলি, হিমসাগর, আমরুপালি, কাঁচা মিঠা, আশ্বিনা জাতেরই গাছ বেশি হচ্ছে।

পাটকেলঘাটার সরুলিয়া এলাকায় আম বাগানের সংখ্যা বেশি। ওই এলাকার আমচাষী মাহাবুব হোসেন, রিপন হোসেন ও উত্তম ঘোষ জানান, এ বছরের আবহাওয়া আমের জন্য অনুকূলে রয়েছে। গত বছরের চেয়ে টানা শীত ও কুয়াশার তীব্রতা এ বছর অনেক কম। গতবারের মতো মৌসুমের শুরুতে শিলাবৃষ্টিও হয়নি। এরই মধ্যে অনেক গাছে মুকুলে ভরে গেছে। আশা করা যাচ্ছে, ফালগুনের মধ্যে পাটকেলঘাটাসহ উপজেলার আম গাছগুলোতে পর্যাপ্ত মুকুল আসবে। পরিস্থিতি অনুকুলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে ।

আমচাষী ব্যবসায়ী কুমিরার জাহাঙ্গীর ও তালার অজিয়ার রহমান, শফিকুল হোসেন জানান, কৃষি অফিসারদের পরামর্শে গাছে মুকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপারম্যাক্সিন ও কার্বারিল গ্রুফের কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছি। এতে গাছে বাস করা হপার বা শোষক জাতীয় পোকাসহ অন্যান্য পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। যদি সঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যাবে বলে জানান।

এলাকার আম ক্রেতা আব্দুল লতিফ, ইউনুছ আলী, রফিকুল ইসলাম জানান, কৃত্রিমভাবে বিশেষ করে ফরমালিন যুক্ত আম মানুষের স্বাদ মিটালেও নানান অসুখ বিসুখে আক্রান্ত হয়। সর্বপরি আশা করা যায়, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বসন্তপুর তিন নদীর মোহনায় প্রতিমা বিসর্জন

এসএসসি’৯১ ব্যাচের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য বিতরণ

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় নাগরিক সভা

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ

দেবহাটায় মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় খাল খননের উদ্বোধন

সাঈদী সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবহাটায় মায়ের ওপর অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ব্যবসায়ীকে মাদক মামলায় ফাঁসিয়ে জমি দখলের অপচেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে ১৭বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল সহ আটক-১

লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে শেখ আমজাদ হোসেন’র মতবিনিময়