শনিবার , ১ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বুধহাটা কওমী মাদ্রাসার ছাত্র মিশরে বিশ্বদ্যালয়ে চান্স পাওয়ায় সংবর্ধনা

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মিশরের আল আজহার বিশ্ব বিদ্যালয়ে স্কলারশিপ মেধায় চান্স পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মাদ্রাসায় কওমি মাদ্রাসা যুব কমিটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তমেজউদদীন গাজীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা দারুল উলুম কওমি মাদ্রাসার প্রাক্তন ছাত্র তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে যুব কমিটির সভাপতি আব্দুল্লাহ হোসেন ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মনি সংবর্ধিত অতিথিকে বরণ করে নেন। একই সাথে মাদ্রাসা কমিটি ও শিক্ষক মন্ডলী (ওস্তাদ) সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। সম্মাননা ক্রেস্ট গ্রহনকালে তৌহিদুর রহমান বলেন, আমি গর্ববোধ করি যে আমি বুধহাটা কওমি মাদ্রাসার ছাত্র। এখানকার শিক্ষক মন্ডলী প্রচেষ্টায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজ আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ মেধায় চান্স পেয়েছি।

যার পেছনে কৃতিত্ব আমার শিক্ষক মন্ডলী ও আমার অভিভাবকবৃন্দের। মাদ্রাসার মুহতামিম মাওঃ সালিম উদ্দিন বলেন আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে আমরা সর্বদা নিয়োজিত। আমরা আশাবাদী তৌহিদের মত এ মাদ্রাসা থেকে আরও অনেক ছাত্র বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। মাদ্রাসার সভাপতি তমিজউদদীন গাজী বলেন, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার দায়িত্ব আপনার, আর তাকে উচ্চ আলেম বানানোর দায়িত্ব এই মাদ্রাসার ওস্তাদ তথা আমাদের। সংবর্ধনা অনুষ্ঠানে ইলেক্ট্রিশিয়ান রজব আলী, যুব কমিটির সভাপতি আব্দুল্লাহ হোসেন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মনি, সদস্য মিঠু হোসেন, শিক্ষক হাফেজ আসমাতুল্লাহ, হাফেজ মাওঃ ইব্রাহিম, হাফেজ ওমর ফারুক, মুফতি আবু সাঈদ, হাফেজ ইমরান হোসেন, হাফেজ আবুল হাসান, অহিদুজ্জামান হোসেন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - সাতক্ষীরা সদর