কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর ন্যায় এবারো অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ ) বিষ্ণুপুর গ্ৰামের হত দরিদ্র বিভিন্ন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এবং ভার্চুয়াল যুক্ত ছিলেন বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর আব্দুল মজিদ। উপদেষ্টা হাফেজ মাওলানা নাজমুল হুদা, কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজওয়ান মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ ও আইসিটি বিষয়ক সম্পাদক আবু রায়হান কবির, প্রবাসী বিষয়ক সম্পাদক জি এম শারাফাত হোসন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ -সভাপতি মনিরুল ইসলাম, আবু হাসান, ফেরদাউস হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সহ আস্থা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।