আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশের অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে ও ৫ আগষ্টের পর ডেভিল হান্ট অভিযানে সবচেয়ে বেশি ভূমিকায় এগিয়ে থাকা চৌকস অফিসার এসআই (নিঃ) শ্যামা প্রসাদ রায়, এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন এসআই (নিঃ) মোঃ লিটন মল্লিক সঙ্গীয় ফোর্স সহ সিসি-৩২৯/২৩ এর আসামী বেউলা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আল-সাকিম ও সিসি-৩২৭/২৩ এর আসামী নৈকটী গ্রামের মৃত আক্কাস আলী গাজীর পুত্র মোঃ আব্দুল মজিদ গাজী এবং মামলা নং-৩(১)২৫ এর আসামী বসুখালী গ্রামের মৃত হাকিম গাজীর পুত্র মোঃ সিরাজুল গাজী (৩৮) তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য আগষ্টের পট পরিবর্তনের পর ডেভিল হান্ট অভিযানে সবচেয়ে বেশি ভূমিকায় এগিয়ে থাকা, মাদকাসক্ত, চোর ডাকাতদের আতঙ্ক থানার চৌকস অফিসার এসআই (নিঃ)শ্যামা প্রসাদ রায়ের বিশেষ অভিযানে কয়রা থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম, শ্রীঊলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইখতিয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গদাইপুর গ্রামের মৃত দাউদ আলী মোল্যার ছেলে সিরাজুল ইসলাম মোল্যা সহ আওয়ামী লীগের বাঘা বাঘা নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করেন।