কালিগঞ্জ প্রতিনিধি : সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলাদেশ ন্যাশনাল কালচারাল ফোরাম কর্তৃক জাহিদ আলম এর মাধ্যমে অমর একুশে গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ও সনদপত্র-২০২৫ দেওয়া হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১ টায় পরিষদের চেয়ারম্যান সভা কক্ষে এ একুশে গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ও সনদপত্র হাতে পান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে (ইউপি) চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন,পুরস্কার প্রাপ্তি সকলের জন্যেই আনন্দের।এই পুরস্কার আমাকেও আনন্দিত করেছে। তবে অমর একুশে গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ও সনদপত্র আমার একার কৃতিত্ব নয়। এটি আমার ইউনিয়নবাসী সকলের কৃতিত্ব।তিনি আরও বলেন, যেদিন থেকে এই ইউনিয়নে মানুষের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান এর দায়িত্ব ভার গ্রহন করেছি। সেইদিন থেকেই দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি। যতোদিন বেঁচে আছি সকল মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিমুল হোসেন, ইউপি সদস্য আবদুল কাদের সহ সকল ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।