শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় মালিকানা জমি অধিগ্রহণ না করে খাল খনন, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৭, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

মোস্তাফিজুররহমান উজ্জল : জমি অধিগ্রহন না করে ব্যক্তিগত মালিকানাধীন জমি কেটে খাল খনন করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর বিরুদ্ধে। এদিকে জমি অধিগ্রহণ পূর্বক ক্ষতিপুরণের টাকা না পাওয়া পর্যন্ত খাল খননসহ সকল কার্যক্রম বন্ধ করার জন্য সাতক্ষীরা জেলাপ্রশাসক বরাবর ১৬ ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি দু’দফা লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিকরা।

সেখানে তারা উল্লেখ করেন, খাল খননের পূর্বে তাদের কোনো নোটিশ দেয়া হয়নি। খালের দুইপাড় দিয়ে ধান, মাছ, গাছপালা, পুকুর, ঘরবাড়িও রয়েছে। কিন্তু জমি পানি উন্নয়ন বোর্ড এসব জমি অধিগ্রহণ না করে, ক্ষতিপূরণ না দিয়ে খাল খনন কার্যক্রম শুরু করেছে। ক্ষুব্ধ এলাকাবাসী খনন কাজ বন্ধ রাখতে বললেও তাতে কর্ণপাত করছেনা ঠিকাদার কর্তৃপক্ষ। উল্টো জমির মালিকদের বিরুদ্ধে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ জমির মালিকদের।

সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর ব্রীজ এলাকার জমির মালিক মোশারফ হোসেন বলেন, ভবানীপুর মৌজার জে. এল নং-৫ এর আওতায় মজুমদার খাল সহ দুইপাড়ে আমাদের ব্যক্তিগত রেকর্ডীয় মালিকানাধীন জমি রয়েছে। অথচ এই জমি অধিগ্রহণনা করে মজুমদার খাল খননের জন্য সাতক্ষীরা পানিউন্নয়ন বোর্ড, বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতে উল্লেখ্য, ডাব্লু সাত-১-২৭ নং প্যাকেজের আওতায় ৫ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৪৩৯ টাকা ব্যয়ে সাতক্ষীরার মজুমদার খালের ১৬.৯৮০ কি.মি. খননের জন্য টেন্ডার (টেন্ডার আইডি: ৯৭৯০৩২) আহবান করা হলে কাজপান ইউনুস এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

কার্যাদেশ পাওয়ার পর১৪ ফেব্রুয়ারি থেকে খাল খননের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু দুঃখের বিষয় আমরা জমির মালিক হলেও আমাদের এবিষয়ে কোন নোটিশ দেয়া হয়নি। সরকারি নিয়মনীতি না মেনে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন নিয়ম নীতি না মেনে খাল খনন শুরু করেছে। জেলা প্রশাসকের কাছে আবেদন দিয়েও আমরা কোনো প্রতিকারপাচ্ছিনা। মোশারফ হোসেন আরো বলেন, খালের দুইপাড় দিয়ে ধান, মাছের ঘের, গাছপালা, পুকুর, এমনকি ঘরবাড়ি রয়েছে। এই কাজ অব্যাহত রাখলে আমরা জমির মালিকরা চরম ক্ষতির শিকার হবো।

এমতবস্থায় জরুরী ভিত্তিতে জমির সীমানা নির্ধারণ করে জমি অধিগ্রহণের মাধ্যমে সরকারি নিয়মনীতি অনুসরণ করে খাল খনন কাজ করার দাবী জানিয়ে তিনি বলেন, তাদেরকে এখন মামলা দেয়ার হুমকী-ধামকি দেয়া হচ্ছে। থানাঘাটা এলাকার কাজী আবু তাহের বলেন, আমরা দীর্ঘ দিনযাবত পৈত্রিক সূত্রে প্রাপ্ত মজুমদারখাল ও খালের দুইধারের জমির খাজনা পরিশোধ করছি। কিন্তু আমাদেরকে নাজানিয়ে ঠিকাদার খাল খননের কাজ শুরু করেছেন।

আমরা জমির মালিকগণ ঠিকাদারের প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে আমরা কাজ পেয়েছি। কার্যাদেশ অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী-১ এর নির্দেশে আমরা কাজ করছি। জমি অধিগ্রহনের বিষয়ে আমরা জানিনা।

এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি মাজহারুল ইসলাম বলেন, খালের অনেক জায়গায় ব্যক্তিগত জমি থাকায় জমির মালিকগণ দাবী করেছে। এ বিষয়টি আমাদের কিছু করার নেই। কাজ বন্ধ হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন বলেন, যে কোনো স্থানে খাল খনন করতে গেলে কিছুনা কিছু সমস্যা হবেই। এসব দেখতে গেলে কোনো খালকাটা সম্ভব হবেনা। আমরা জমির মালিকদের দাবী অনুযায়ী কোথাও চওড়া কোথাও চিকন করে খাল কেটে যাবো। যাতে তাদের ক্ষতিনা হয়।

তিনি বলেন, খালের জমি অনেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। এখন ম্যাপ অনুযায়ী খাল খনন করা হবে। এছাড়া আমাদের এখন কিছু করার নেই। খাল খনন হলে এলাকাবাসীর লাভ হবে, জলাবদ্ধতা কমে যাবে বলে মত তার।

এবিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম এর সাথে যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও বাজার মনিটরিং

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে লাল কার্ড

টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি কাজী মনিরুজ্জামান পিপিএম

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় আলোচনা সভা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা

দেবহাটায় ঘের মালিক পিতা-পুত্রকে পিটিয়েছে সংঘবদ্ধ চোরচক্র

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি সাত্তার, সম্পাদক আককাছ

যুব মিডিয়া ফেলোশীপে দেবহাটা প্রেসক্লাবের সভাপতির প্রথম স্থান অর্জন

খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

সাতক্ষীরায় বিএনপির গুরুত্বপূর্ণ ৫টি ইউনিটের আহবায়ক কমিটির অনুমোদন