কালিগঞ্জ প্রতিনিধি : দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার কালিগঞ্জ সদর প্রতিনিধি ও দৈনিক সত্যপাঠ এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নববানী পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি এবং সে উপজেলার মথুরেশপুর নাজিমগঞ্জ এলাকার শেখ ওরেশ আলীর ছোট ছেলে শেখ নুরুজ্জামান এর আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদে প্রায় ২ শতাধিক মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছিল।
শুক্রবার (৭ মার্চ) কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে মাগরিবের আগ মুহূর্তে দোয়া অনুষ্ঠান শেষে সকল রোজাদার ব্যক্তিদের মনোরম পরিবেশে ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। প্রতিদিন উপজেলা পরিষদ জামে মসজিদে রোজাদার ব্যক্তিদের মাঝে অক্লান্ত পরিশ্রম করে বিনা অর্থে স্বেচ্ছায় নিয়োজিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের বাসিন্দা জৈনক সৈয়দ আলী মুন্সি, মোঃ জাহাঙ্গীর আলম, নিয়ামুল হোসেন, মোঃ আলম হোসেন, রবিউল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
এ সময় সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হোসাইন। স্বেচ্ছায় মানবিক দৃষ্টিতে যদি কোন সহৃদয়বান ব্যক্তি উপজেলা পরিষদ মসজিদে ইফতারি দিতে চান তাহলে সর্বনিম্ন ২২০০ টাকার মাধ্যমে দিতে পারবেন।