শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৮, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা ইউনুস গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত সাড়ে ৮ দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইউনুস গাজী উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রাহ্মশাসন গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। জানা যায়, যৌথ মালিকানাধীন থাকা পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় চাচা রুহুল আমিন এর লাঠির আঘাতে তিনি আহত হন। পরে তাকে স্বজনরা আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মৃত্যুদহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের ভাই খোকন গাজী জানান, রুহুল আমিন, আদম আলী ও তার পিতাঃ মোহাম্মদ আলীর যৌথ মালিকানাধীন একটি পুকুর রয়েছে। বিগত দিনে একই বিষয় তাদের মধ্যে ঝগড়া-বিবাদও হয়েছে। তবে শুক্রবার বিকালের দিকে তার ভাই পুকুর থেকে মাছ ধরতে গেলে চাচা রুহুল আমিন বাধা দেয়। এক পর্যায়ে বাধ অনুবাদের মধ্যে তার চাচা রুহুল আমিন ভাই ইউনুসের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে সে (ইউনুস গাজী) মাটিতে পড়ে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নেওয়ার পর চিকিৎসকরা তাকে সৎগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করে। অ্যাম্বুলেন্সে সাতক্ষীরা পৌঁছানোর আগেই তার ভাইয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় চাচাসহ অন্যান্যদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিন গাজীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

মেশিন নষ্ট হওয়ায় সামেক হাসপাতালে ডায়ালাইসিস সেবা থেকে বঞ্চিত হবে একশ’ কিডনি রোগী

পাটকেলঘাটায় কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি সভা

কালিগঞ্জে দুস্থদের মাঝে বিন্দুর ঈদ সামগ্রী বিতরণ

স্কুলে পড়ার সুযোগ হয়েছে অতি দরিদ্র পরিবারের ঝরে পাড়া শিশু তাহানুজ্জামানের

আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোটটি নোঙ্গর মার্কায় প্রয়োগ করবেন : গোলাম রেজা

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস’২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

কলারোয়ায় কিশোরী হত্যার দায়ে ‘প্রেমিকে’র যাবজ্জীবন

তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আফঈদা খন্দকার প্রান্তি নিজ জেলা সাতক্ষীরায়

ছাগল পালনে সংসারে সুদিন এনেছেন সাতক্ষীরার সালমা আক্তার