নিজস্ব প্রতিনিধি ; মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী লাবসা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০মার্চ) বিকাল তিনটায় থানাঘাটা আমিনিয়া মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির অজিয়ার রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আমিরুল ইসলাম এর সঞ্চালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব তিনি বলেন রমজানের রোজা মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয় এবং আত্মাকে দহন করে ঈমানের শাখা প্রশাখা সঞ্জিবীত করে তিনি আরও বলেন রমজান হলো আত্মগঠনের মাস সংযমের মাস, মাহে রমজানের শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক কাজ ও সুন্দর সমাজ গঠন করতে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এছাড়াও তিনি রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহঃ সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, সেক্রটারি মাও হাবিবুর রহমান সহ অন্যন্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ।