মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে বুধবার ১১রমজান ১২ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল প্রেসক্লাবের প্রাঙ্গণে সুসজ্জিত মনোরম প্যান্ডেলে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পায়দক সুকুমার দাস বাচ্চু ও ইফতার কমিটির আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, কালিগঞ্জ জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, সাতক্ষীরা প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসার প্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি ও কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ।উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল ইসলাম, হাফিজুর রহমান বাবু, আখতারুজ্জামান বাপ্পি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, উপজেলা সাবেক ছাত্র সমন্বয়ক রাকিবুর জামান রাকিব, মারুফ হাসান, আমির হামজা, আবু ইসা, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, অ্যাডভোকেট অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, সমাজ সেবক আব্দুর রব ও গোলাম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, মাওলানা মহসিন আলী, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ইকবাল হোসেন, ইফতার কমিটির সদস্য এস এম আহমাদুল্লাহ বাচ্চু, কাজী আল মামুন, শেখ নাজমুল ইসলাম ও গোলাম ফারুক প্রমূখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান কালিগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ও জেলা বিআরডিপি চেয়ারম্যান অ্যাসোসিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক এনজিও প্রতিনিধি বিভিন্ন ব্যাংক বীমা ও অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধি প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।