খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ১৪ মার্চ(শুক্রবার) বিকেল পাঁচটার সময় আল ফারুক আদর্শ একাডেমিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হাফেজ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুল রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা আগে স্বাধীনভাবে একটু ইফতারও করতে পারি নাই কথা বলতে পারি নাই। ৫ ই আগস্ট এর পর আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের ধরে রাখতে হবে, আগে একদল সন্ত্রাসী চাঁদাবাজি করতো এখন আর একদল করে এর থেকে পরিত্রাণ পেতে হলে ইসলামী সুশাসনের কোন বিকল্প নাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, প্রধান উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হোরায়রা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা এস এম রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হালিম, সুরুলিয়া ইউনিয়ন পরিষদের জামাতের আমির শাহ আলম প্রমুখ।