লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি ; আশাশুনি সদরের শিতলপুর কুলসুমিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক সামগ্রী, আতর ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় মাদ্রাসা চত্বরে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আকরাম হোসেন, এড. আঃ সামাদ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, প্রধান শিক্ষক হাফেজ আসাদুল ইসলাম, শোভনালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোক্তাজুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মোঃ শাহিনুর ইসলাম, হাফেজ আবির মাহমুদ, পরিচালনা কমিটির সদস্য হক গাজী, জাকির হোসেন প্রমুখ। প্রতি বছরের ন্যায় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আকরাম হোসেনের অর্থায়নে মাদ্রাসার ৪০ জন ছাত্রের হাতে পাঞ্জাবি, পাজামা, টুপি, আতর ও ইফতার তুলে দেন থানা অফিসার ইনচার্জ নোমান হোসেন। উপহার সামগ্রী পেয়ে ছাত্রদের চোখে মুখে আনন্দ ফুটে উঠতে দেখা গেছে।