দেবহাটা ব্যুরো : পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ১৭ মার্চ ২০২৫ সোমবার বিকাল ৫ ঘটিকার সময় পারুলিয়া অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে. উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ এর সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দিন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামাতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কবি সাদিকুল ইসলাম, প্রভাষক আবু তালেব মোল্লা, প্রভাষক রাজু আহমেদ, প্রভাষক বাহা উদ্দিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এসময় সাংবাদিক রিয়াজুল আলম,ভিলেজ ডক্টর ফ্রম দেবহাটা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদকগ্রাম ডা: আলমগীর হোসেন, ভিলেজ ডক্টর ফ্রম পারুলিয়া শাখার সভাপতি গ্রাম ডাঃ রবিউল বাশার, কুলিয়া শাখার সভাপতি ডাঃ ইয়াসিন আলী,সাধারণ সম্পাদক, ডা: আমজাদ হোসেন বাপ্পি, ডাঃ আমিনুল ইসলাম, কবি আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, ডা: সালেক রোজা, ডা: আইয়ুব হোসেন, কবি আনিসুর রহমান, মাওলানা কবির হোসেন রিপন, অদুদ মোল্লা, শওকাত হোসেন, রুহুল আমিন, কবি সাবিনা ইয়াসমিন মিতা, কবি আসমা খাতুন, কবি বাসনা কুমার মন্ডল, কবি কানায় লাল মৃধা সহ সাংবাদিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রবিউল বাশার।