শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ (সদর) প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকাল ৪টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা থানা শাখার সভাপতি হাফেজ বিলাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ নাজমুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম,জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারি সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম,উপজেলা বায়তুল মাল সম্পাদক আবু রাসেল আশকারী, সাবেক ছাত্রনেতা ও জামায়াত নেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসাইন ও সেক্রেটারি কাজী হাবিব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রেজা, শিবিরের দায়িত্বশীল সোহেল রানা, নাঈম হোসেন, নাজমুস সাকিবও ইউনিয়নের দায়িত্বশীল কর্মীবৃন্দ প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।