লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র ্যালী আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর আশাশুনি জোন অফিসের সামনে থেকে র্যালী বের করা হয়।
র্যালী শেষে জোন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোন প্রধান মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ও বিএম (কালিগঞ্জ) মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী জোন প্রধান অনিতা রানী মন্ডল। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন, আফজাল হোসেন, মনিরুল ইসলাম, অনিতা রানী মন্ডল, শীলা রানী, মনোয়ারা খাতুন ও মারিফুল ইসলাম।