ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তালীমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক খতমে ও বুখারী মাসিক ইসলাহি জোড় মজলিস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২মে) ২০২৫ ইং আসরের নামাজের পর হইতে ইশা পর্যন্ত অনুষ্ঠিত রাজগ্রাম রহিমপুর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত খতমে ও বুখারী মাসিক মজলিস ইসলাহি জোড় অনুষ্ঠানে বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও খতিব পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমানের সভাপতিত্বে খানকায়ে এমদাদীয়ার উদ্যোগে মাসিক ইসলাহি জোড় মাসিক ইসলাহী জোড় অনুষ্ঠানে অর্থাৎ কোরআন ও হাদীসের আলোকে আত্মশুদ্ধি মূলক আলোচনায় সাতক্ষীরা জেলাধীন বিভিন্ন মাদরাসার মুহতামিম ও হযরতের খলিফা বৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমান সহ পার্শ্ববর্তী এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। সমগ্র অনুষ্ঠান শেষে আগত আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় সকল উপস্থিত মুসল্লিদের মনোরম পরিবেশ রাতের সুখাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।