তাপস সরকার : আশাশুনি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১৭টি ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে ) বিকাল ৫ টার দিকে আশাশুনি বাসস্ট্যান্ডের পাশে সাস অফিসের সামনে স্ট্রমী ফাউন্ডেশন (বাংলাদেশ) অর্থায়নে সাসের আয়োজনে ১৭ টি পরিবারের দুই হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন এ ট্যাংক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রকল্প সমন্বয়কারী মোঃ আজাদুল ইসলাম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুর সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের রিজোনাল ম্যানেজার, মিজানুর রহমান, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) পরিবেশ সমন্বয়কারী, শেখ ইমন পারভেজ (প্রিন্স), প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা, মোঃ রবিউল ইসলাম, প্রকল্পের মনিটরিং অফিসার, জাভেদ মিয়াদাদ, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর, সালেহা খাতুন, মোঃ রোকনুজ্জামান প্রমূখ।