তাপস সরকার : তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে খাতা ও কলম উপহার প্রদান করা হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে পাইকগাছা উপজেলার ০১ নং হরিঢালী ইউনিয়নের ০৫ নং সলুয়া গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সলুয়া গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাচিনা সুলতানা ,সহকারি শিক্ষিকা সুফিয়া খাতুন, সুতপা রায়, তৃপ্তি রানী দাশ সহকারি শিক্ষক শিবাজী বিশ্বাস বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সদস্য অর্ক মজুমদার, শান্ত কুমার বিশ্বাস প্রমুখ। খাতা কলম উপহার পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ছাত্রী সাবিয়া বলে, আজ আমাদের বিদ্যালয়ে বড়বন্ধুরা এসে সকলকে খাতা ও কলম উপহার দিয়েছে। আমরা খুবই খুশি হয়েছি।