আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আবছার মোর্তজা, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, চেয়ারম্যান শোভনালী মাওঃ আবু বক্কর ছিদ্দীক, চেয়ারম্যান প্রতাপনগর হাজী আবু দাউদ ঢালী, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শ্রীউলা প্যানেল চেয়ারম্যান, আশাশুনি সরকারি কলেজের শিক্ষক ক্যাপটেন এসাহক আলী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মাদক, ছিনতাই, ইভটিজিং, অন লাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড রোধের ব্যাপারে আলোচনা করা হয়।