কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা’র কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সিনিঃ সদস্য শেখ লুৎফর রহমান, সিনিঃ সদস্য ইশারাত আলী, বিএনপি নেতা শেখ হাসানুর রহমান প্রমুখ।
এসময়ে বক্তব্যে শেখ নাসির উদ্দীন বলেন আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে পিৎ শেখ এবাদুল ইসলামের অনুপ্রেরণায় আত্মমানবতা ও দলের নিবেদিত কর্মী হয়ে থাকতে চাই। সুদূর প্রবাসে থেকেও এলাকাবাসীর কল্যাণে পাশে থেকেছি। দলীয় সকল কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহন করেছি। আগামীতেও এই জনপদের মানুষের সার্বিক কল্যাণে পাশে থাকবো ইনশাআল্লাহ।