নিজস্ব প্রতিনিধি : বুধবার (২১শে মে) বুধবার নবজীবন, সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়িত কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজ এ্যাডভ্যানটেজ ডচিল্ড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-৫ প্রজেক্টেও আওতায় মাগুরা জেলার শালিখা উপজেলার সিংগা ইউনিয়নে স্থাপনকৃত টিউবওয়েল পরিদর্শন করেন শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা বনি আমিন। পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন নবজীবনের প্রজেক্ট ম্যানেজার অছিউল আলম, সহকারী প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন এবং স্থানীয়গণ্যমান্য ব্যাক্তিবর্গ।