অহিদুজামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মহিউদ্দিন সিদ্দিকী। ২০ মে ২০২৫ তারিখ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহা আহমাদ এক পত্রে উক্ত এডহক কমিটি অনুমোদন ঘোষণা করেন।
উল্লেখ্য, নব নির্বাচিত পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য। তিনি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উক্ত দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।