আশাশুনি ব্যুরো : বুধহাটায় নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত ১০টায় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর পক্ষ থেকে বুধহাটা বাজার বণিক সমিতি বাজারের ৩৫জন নৈশ্য প্রহরীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক ঢালীর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর আলম রিপন, সহ কোষাধ্যক্ষ প্রহ্লাদ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগ সিনিয়র সহ সভাপতি সাদ্দাম হোসেন, তাঁতীলীগ নেতা কাইয়ুম হোসেন ডালিম, অফিস সহকারী বিনয় মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।