শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে মুন্সীগঞ্জ ওরিয়ার্স বনাম হরিনগর কিংসের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ই ডিসেম্বর) দুপুর ২টায় তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হরিনগর কিংস টসে জিতে মুন্সীগঞ্জ ওরিয়ার্স ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। মুন্সীগঞ্জ ওরিয়ার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করেন।শাওনের ৪৭ বলে ১১৯ রান করে। জবাবে ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রানে।
মুন্সীগঞ্জ ওরিয়ার্স ৯৫ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় মুন্সীগঞ্জ ওরিয়ার্স এর খেলোয়াড় শাওন। ধারাভাষ্যে ছিলেন, রোকনউজ্জামান, ফজলুল হক ও মাহবুব হোসেন। আম্পায়ারের দায়িত্তে¡ ছিলেন নুর হোসেন ও রাসেল। আগামী মঙ্গলবার ২০শে ডিসেম্বর ট্রফি ফাইটার্স বনাম গ্যারেজ বন্ধু মহল ক্রিকেট একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।