রবিউল ইসলাম, পাটকেলঘাটা : পাটকেলঘাটার ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে আট দলীয় শেখ রাসেল স্মৃতি ফুটবল ট‚র্ণামেন্টের ফাইনালে পাটকেলঘাটা দিশা ইলেকট্রনিক্স ও তালার সৈকত ফুটবল একাডেমী। প্রথম সেমিফাইনালে পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ রোডের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান দিশা ইলেকট্রনিক্স ফুটবল একাদশ কপিলমুনি ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হয়।
এদিকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাটকেলঘাটা শাখা ও যুবক্রীড়া ক্লাব পাটকেলঘাটার আয়োজনে রবিবার দ্বিতীয় সেমিফাইনালে তালা সৈকত ফুটবল একাডেমী ২-১ গোলে খুলনা জেলার চুকনগরের ইমরান ফার্নিচার ফুটবল একাদশ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
২য় সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটো, শিক্ষক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব পলাশ, তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সজীব-উদ-দৌলা,ব্যবসায়ী নজরুল ইসলাম, কবিরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাটকেলঘাটা শাখার সভাপতি শেখ শাহিদুজ্জামান পাইলট, সাধারন সম্পাদক মিনহাজ মুনমুন, পাটকেলঘাটা যুব-ক্রীড়া ক্লাবের সাধারন সম্পাদক রিপন হোসাইন। ধারাভাষ্যকর ছিলেন শিক্ষক অলিউল ইসলাম, আফজার হোসেন, ডাঃ আব্দুল কুদ্দুস। খেলাটি পরিচালনা করেন, রাজু আহম্মদ, সহকারী ছিলেন, সঞ্জয় বিশ্বাস, কামাল সরদার।