শেখ বাদশা, আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজার বণিক সমিতি ৩য় বর্ষে পদার্পণ ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বুধহাটা ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম শিহাব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, আশাশুনি সদর বাজার বণিক সমিতির সভাপতি লিংকন হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, দোলন খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আছাফুর রহমান, ডা. শাহীন আলম, বুধহাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, সহ সভাপতি সাদ্দাম হোসেন, তাঁতীলীগ নেতা কাইয়ুম হোসেন ডালিম, সাংবাদিক শেখ বাদশা, মইনুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে খুলনা বিভাগীয় কন্ঠ শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।